|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
মুক্তিযোদ্ধা কমান্ডার নূর আহমেদ এর ৫ম শাহাদাৎ বার্ষিকী পালন
প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর, ২০২৩
বীরমুক্তিযোদ্ধা কমান্ডার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর আমৃত্যু শ্রম বিষয়ক সম্পাদক সীতাকুণ্ড উপজেলাস্থ ফৌজদারহাট শিল্পাঞ্চলের আমৃত্যু সভাপতি শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা নূর আহমেদ এর ৫ম মৃত্যুবার্ষিকী পালন করেছে স্থানীয় মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, গুলিয়াখালী ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, গত ২০১৮ ইং সনের ৫ ডিসেম্বর জনপ্রিয় এ শ্রমিকনেতা হার্ট এট্যাকে মৃত্যু বরণ করেন। মঙ্গলবার (৫ই ডিসেম্বর) তাঁর ৫ম মৃত্যুবার্ষিকীতে কোরানখানী, মিলাদ, দোয়া ও শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে স্থানীয় মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও গুলিয়াখালী ওয়ার্ড আওয়ামী লীগ।
মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে এ আয়োজনে সম্পৃক্ত ছিলেন মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক নোয়া মিয়া কন্ট্রাক্টর, গুলিয়াখালী ওয়ার্ড আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল আমীন শফি, ওয়ার্ড আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, যুবলীগ নেতা আবুল হাশেম সওদাগর, যুবলীগ নেতা মদিন উল্যাহ, মরহুমের ভাই নাসির আহমেদ, মরহুমের সন্তান নুরুন্নবী নয়নসহ স্থানীয় জনসাধারণ ও আলেম ওলামাগণ।
মরহুম নূর আহমেদ এর ছোট ভাই সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন এ সফল কর্মসূচি বাস্তবায়নে পরিবারের পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, আলেম ওলামাসহ সর্বোস্তরের উপস্থিতিদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.