|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁর সাপাহারে মোকলেসুর রহমানের ২২ টি আম গাছ উপরে ফেলার অভিযোগ
প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর, ২০২৩
নওগাঁর সাপাহারে আম গাছ উপরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আইহাই ইউনিয়নের পাহাড়ি পুকুর বধ্যভূমির পাশে।
এ ঘটনায় ভুক্তভোগী মোকলেসুর রহমান বাদী হয়ে ৪ জন সহ আরো অজ্ঞাতনামা ৭ জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেছে।অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকদিন পূর্বে উপজেলার পাহাড়ি পুকুর বধ্যভূমি সংলগ্ন বাদির আড়াই শতক নিজ সম্পত্তির উপর আমগাছ রোপন করেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে একই গ্রামের মৃত আতাউর এর পুত্র কাদির (৪৫), মৃত ফাইজুদ্দিনের পুত্র মহবুল হক (৪৫), মৃত এসলাম আলীর পুত্র আবু বাক্কার(৪২) মৃত নজরুল ইসলামের পুত্র জুয়েল (৪০) সহ অজ্ঞাত আরো ৫/৭ জন উৎশৃংখল ব্যক্তি উক্ত সম্পত্তির উপর থেকে ২২ টি আম গাছ উপরে ফেলেন।
এ বিষয়ে নিরুপায় হয়ে মোকলেসুর রহমান নিজে বাদী হয়ে সাপাহার থানায় লিখিত অভিযোগ করেছে।আরো জানা যায়, এলাকাবাসী মাঠের ফসল তোলার জন্য ওই সম্পত্তির উপর দিয়ে রাস্তা তৈরি করবে মর্মে উপজেলা নির্বাহীঅফিসার বরাবর আবেদন করেছে।
রাস্তা করার সুবাদে গাছগুলো তুলে ফেলা হয়েছে বলে অনেকে জানিয়েছে।এ বিষয়ে থানায় যোগাযোগ করা হলে অভিযোগ পেয়েছে বলে দায়িত্বে থাকা ডিউটি কর্মকর্তা রবিউল ইসলাম জানান।
নওগাঁ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.