|| ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
ডা.এনামুর রহমানের পক্ষে নৌকায় ভোট চাইলেন তাঁতীলীগের নেতা শাহাজাদা
প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর, ২০২৩
ঢাকা-১৯ আসনে আবারো নৌকার মনোনয়ন পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের পক্ষে নৌকায় ভোট চাইলেন ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহাজাদা।
তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ই জানুয়ারির অনুষ্ঠিত হবে। আমি সাভার ও আশুলিয়াবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চাই।
উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে সেজন্য আমি আপনাদের কাছে নৌকায় ভোট চাই। নৌকার প্রার্থী ডাক্তার এনামুর রহমানকে ভোট দিয়ে বিজয়ী করবেন, উন্নয়ন করার সুযোগ করে দিবেন। আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়ন করে যাচ্ছি মানুষের শান্তি দিতে, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে কাজ করে যাচ্ছি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.