|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
ইউপি সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের পর বাড়ি লুটপাটের অভিযোগ
প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর, ২০২৩
ঢাকার সাভারে বাড়ির ছাদে জোরপূর্বক জুয়ার বোর্ড ও মাদক সেবনে বাধা দেওয়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারধরের পর বাড়ি লুটপাটের ঘটনা ঘটেছে।
সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াসিন বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গত ২৯ নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে শ্যামলাসী বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা নেওয়ার পর রোববার(৩ ডিসেম্বর) রাতে এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আমিনুল ইসলাম সাগর নামে এক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.