|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
রংপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০২৩
রংপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ ডিসেম্বর) রাতে নগরীর মুছিরমোড় বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- রানা, হাফিজুল, আলমগীর হোসেন, সামসুল ইসলাম ও বুলু।
ভুক্তভোগী ওই নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (৩ ডিসেম্বর) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মারুফ হোসেন বলেন, নগরীর হাজিরহাট এলাকায় ছাগল চুরির অভিযোগ এনে এক নারীকে তার স্বামীসহ তুলে নিয়ে যায় ওই এলাকার কয়েকজন যুবক।
পরে গভীর রাতে একটি টিনের চালায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন তারা।
পরে ভুক্তভোগী ওই নারী হাজিরহাট থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রানা ও হাফিজুলসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.