|| ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
বিরামপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০২৩
দিনাজপুরের বিরামপুর “প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস ও কারিতাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আজ রবিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।
উপজেলা অডিটরিয়ামে উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর নূর আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউওয়াল,যুব উন্নয়ন কর্মকর্তা জামিল হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমাবানু ,দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীজন অত্র উপজেলার স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা গণ ছাত্র-ছাত্রী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.