|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০২৩
ফরিদপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩ রা ডিসেম্বর)২৩,তারিখ রবিবার শহতলী শেখ রাসেল কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের সঞ্চালনায়,
জেলা আওয়ামী লীগের সভাপতি, ফরিদপুর ৩ আসনের নৌকার মনোনয়ন প্রার্থী শামিম হকের
সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন,
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ১ আসনে নৌকার প্রার্থী আব্দুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর ২ আসনের সাবেক সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহাদব আকবর লাবু চৌধুরী। পৌর মেয়র অমিতাভ বোষ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল রাজ্জাক মোল্লা, সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।
এ সময় উপস্থিত নেত্রীবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, নির্বাচন গিরে একটি কুচক্রীয় মহল নানা ধরনের ষড়যন্ত্র করে চলছে। তাঁরা চাচ্ছে যে কোন মূল্যে নির্বাচনকে রুখতে। তবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেটা কখনো হতে দিবেনা,ঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফরিদপুর,১,২,৩,৪, আসনে নৌকার মনোনয়ন প্রার্থী হিসাবে যারা মনোনয়ন পেয়েছেন (৭ জানুয়ারি) সকল ধরনের হিংসা নিন্দা ভুলে গিয়ে, দলবল নির্বিশেষে নৌকাকে জয়যুক্ত করতে হবে। নৌকার জয় মানে দেশ ও জাতির উন্নয়নের জয়। মনে রাখবেন পক্ষ বিপক্ষ ছিল এবং এটা সর্বদা থাকবেই তবে নৌকার জয় হবেই।
জনগন জানে বোঝে কার হাতে এই দেশ ও জাতি সুরক্ষিত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে বিজয়ী করতে হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.