|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
গীতাই একমাত্র মানব কল্যাণের মুক্তি
প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতের গ্রীণসিটি আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের উদ্যোগে হয়ে গেল শ্রী শ্রী মৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৫ তম শুভ আর্বিভাব উৎসব।
গত ১ লা ডিসেম্বর শুক্রবার দুপুরে মন্দির প্রাঙ্গণে মিন্টু মল্লিক ও শিমুল শীলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের প্রতিষ্ঠাতা জগদীশ্বরানন্দ পুরী (ঋষি বাবু)।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম গোঁসাইল ডাঙ্গা সৎ সঙ্গের সুযোগ্য সভাপতি শ্রী নির্মল দেবনাথ ও বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও সাংবাদিক শ্রী সনজিত কুমার শীল আল আইন সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রকৌশলী উত্তম হাওলাদার ৷
এতে আরো উপস্থিত ছিলে, আল্ আইন সৎ সঙ্গ, আল্ আইন লোকনাথ সেবাশ্রম, আল্ আইন লোকনাথ মন্দির, ও মরুতীর্থের সমস্ত ভক্তবৃন্দগণ। বাবা মণিকে বরণ দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় ।
বক্তব্যকালে বক্তারা বলেন আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের পরম পুরুষ জ্যোতিষশ্বরানন্দ গিরি মহারাজ আধ্যাত্মিক জগতে সাধনার মাধ্যমে প্রতিটি জায়গায় গীতার বাণী তুলে ধরেন।
অনুষ্ঠানে গীতা পাঠ, গুরু পূজা, ধর্মীয় গান,
ধর্ম সম্মেলন, নাম সংকীর্তন ও মহাপ্রসাদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.