|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে এসপি কাপ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৩
ফরিদপুরে জেলা পুলিশের আয়োজনে এসপি কাপ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে পুলিশ সুপার কার্যালয়ে থেকে একটি বর্ণাঢ্য র্যালি সুসজ্জিত মোটর শোভাযাত্রা ও মনোমুগ্ধকর ব্যান্ড পার্টির তালে তালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইন্স এসে শেষ হয়।
র্যালী শেষে পুলিশ লাইন্স মাঠ প্রঙ্গনে পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ,টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা আ'লীগের সভাপতি শামীম হক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও জেলা আ'লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জামাল হোসেন মিয়া, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রফেসর মোঃ শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
এ টুর্নামেন্টে মোট ১০ দল অংশগ্রহণ করেছেন। প্রথমদিনে ভাঙ্গা থানা জয়লাভ করে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.