|| ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে শিক্ষা উপকরণ মেলা-২৩
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৩
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাইয়ের পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয় মাঠে নতুন কারিকুলামের শিক্ষা উপকরণ বিষয়ক মেলা-২৩ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানের সার্বিক উদ্যোগে মেলায় ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন উপকরণের সমন্বয়ে একাধিক স্টল দেওয়া হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা স্টলগুলো ঘুড়ে ঘুড়ে দেখেন ও ভুয়সী প্রসংশা করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু কালাম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান, আওলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদ, প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরী সহ অভিভাবক ও শিক্ষক/শিক্ষার্থী।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.