|| ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
দ্বাদশ সংসদ নির্বাচনে জাপার মনোনীত প্রার্থী সাজ্জাদ রশিদ’র মনোনয়ন সংগ্রহ
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৩
চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসন থেকে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ সাজ্জাদ রশিদ সুমন। ২৮ নভেম্বর মঙ্গলবার শেখ সাজ্জাদ রশিদ সুমন এর পক্ষে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আওয়াল মিয়াজি। এই সময় উপস্হিত ছিলেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শেখ, জাতীয় যুব সংগতি ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন (বাবলু শেখ)সহ প্রমুখ। উল্লেখ্য,
সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চাঁদপুর -৪ ফরিদগঞ্জ আসনের মনোনীত প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন এর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.