|| ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
ঢাকা-১৯ আসনে জাপার মনোনয়ন পেলেন বাহাদুর ইসলাম ইমতিয়াজ
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ঢাকা-১৯ আসনে জাতীয় পার্টি থেকে মনোয়নয়ন পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ।
সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
ঢাকা ১৯ আসনের এমপি পদপ্রার্থী বাহাদুর ইসলাম ইমতিয়াজ বলেন , ‘দলীয় মনোনয়ন পেয়েছি। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। দল জোটবদ্ধ নাকি এককভাবে নির্বাচন করবে তা আরও পরে জানা যাবে। জোটভুক্ত দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেবে। দলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.