|| ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
মিলেরপাড় বাজার তরণ যুব সমাজের আয়োজনে রাত্রি কালিন হা ডু ডু খেলা
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৩
অদ্য রবিবার রাত্রি ১০ঘটিকার সময় মিলেরপাড় বাজার তরণ যুবসমাজের আয়োজনে রাত্রি কালিন হা ডু ডু অনুষ্ঠিত হয় উক্ত খোলায় অংশগ্রহণ করেন আউলিয়ার দরগা বনাম মিলের পর বাজার একাদশ উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মোঃএনামুল হক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম বুলেট সাবেক ছাত্রলীগ নেতা রাজারহাট উপজেলা শাখা।
রাজারহাট মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম ও রাজারহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সভাপতি এস এ বাবলু মোঃ বাবোর আলী রমজান মিয়া নূরমোহাম্মদ ছমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন
খেলা টি পরিচালনা করেন মোঃছমিদুল হক দুলু ও বসা মিয়া মোশারফ হোসেন
নূর আলী মিলের বাজার বণিক সমিতির সভাপতি বলেন রাতের বেলায় এরকম খেলা দখতে পেয়ে সত্যি আমরা খুবেই আনন্দিত খেলা দেখে ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.