|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে রাজধানী টিভি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে রাজধানী টিভি'র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ নভেম্বর (সোমবার) দুপুরে বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও রাজধানী টিভি'র বকশীগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, পল্লীবিদ্যুতের ডিজিএম জয় প্রকাশ নন্দী,
সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটউট এর সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সোহরাব হোসেন,
বকশীগঞ্জ থানার (ওসি) তদন্ত সঞ্জয় দাস,সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল হক জিয়া,ফায়ার সার্ভিসের লিডার হাসেম আলী,সিনিয়র সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, সাংবাদিক আশরাফুল হায়দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.