|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৩
জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ নভেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করনে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায় উপজেলা নাগরিক সমাজ সংগঠনের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ্ বাংলাদেশের সহযোগিতায় সভায় সভা প্রধান ছিলেন সুজান্না ডি ক্রুশ। সহ-সভা প্রধান ছিলেন সিএসও সদস্য কোহিনুর বেগম। সভা পরিচালনা করেন সিএসও সদস্য সাখাওয়াত হোসেন। বক্তারা বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয়, সামাজিক সুবিধা পাইয়ে দিতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শেষে উপজেলার প্রায় ৩০ জন সিএসও সদস্যের সমন্বয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,ফিল্ড ফ্যাসিলেটর পলাশ চন্দ্র ও রোকসানা খাতুন। জানা যায়,সরাবিশ্বে ২৫ শে নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত এই আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হচ্ছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.