|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
নেত্রকোণার ৫ টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৩
নেত্রকোণার ৫টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা -১ কলমাকান্দা-দূর্গাপুর আসনে সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, নেত্রকোণা-২, সদর-বারহাট্রা আসনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি, নেত্রকোণা -৩ কেন্দুয়া-আটপাড়া আসনে কেন্দ্রীয় আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, নেত্রকোণা -৪, মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী আসনে জেলা আ’লীগের সহ-সভাপতি সাজ্জাদুল হাসান এমপি, নেত্রকোণা-৫ পূর্বধলা আসনে কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলার ৫টি আসনের মধ্যে ২টি আসনে দলীয় প্রার্থী পরিবর্তন করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.