|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিলে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৩
সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরে তাঁর নির্বাচনী এলাকা চাঁদপুর ও হাইমচর উপজেলা থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিলে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মিছিলটি শহরের কদমতলা থেকে শুরু হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় গিয়ে শেষ হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মজিবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের এমন উচ্ছ্বাস প্রমাণ করে- দেশে আবারও নৌকা প্রতীকের দল, বঙ্গবন্ধুর আর্দশ লালনকারী এবং শেখ হাসিনাকে ক্ষমতায় চায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.