|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় জামায়াতের ৬ সক্রিয় কর্মী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৩
কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ৬ সক্রিয় কর্মী গ্রেফতার করা হয়েছে।সোমবার ভোরে উপজেলার ঘাগড়া এলাকার সেলিম মাষ্টারের বাড়ী সংলগ্ন রাস্তায় নাশকতার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ আবু নোমান (৫৪) ফরিদগঞ্জ থানার শোল্লা বরকনদাজ বাড়ীর মৃত সালামত উল্লাহর ছেলে, মোঃ মঈন উদ্দিন (২৩) কচুয়া পৌরসভাধীন মাছিমপুর মিয়াজী বাড়ীর মৃত আবুল হোসেনের ছেলে, আবু সাঈদ (৪০) হোমনা উপজেলার মাথাভাঙ্গা এলাকার ছয়ফুল্লাকান্দি হাজী বাড়ীর মৃত নুরুল ইসলামের ছেলে, সাব্বির হোসেন (২০) মনপুরা বলি মাহমুদ হাজী বাড়ীর আবুল বাসারের ছেলে, মোঃ খালেদ (৩০) ঘাগড়া এলাকার প্রধানীয়া বাড়ির মোঃ ইব্রাহিমের ছেলে, মোঃ তাজুল ইসলাম (২৩) পরশুরাম উপজেলার বাউরখুমা অহিদ মাষ্টার বাড়ির তাহের আহম্মেদের ছেলে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হারুনুর রশিদ।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদের কে চাঁদপুরের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.