|| ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
সংযুক্ত আরব আমিরাতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ প্রদেশে মহান বিজয় দিবস উপলক্ষে আল রামস প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কাটার মধ্যদিয়ে রাস আল খাইমাহ আল রামস স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর দ্বিতীয় সচিব মানিক রঞ্জন বড়ুয়া।
আয়োজক কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিল্লাতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন, বাংলাদেশ সমিতি দুবাইয়ের ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম ওসমান আফলাতুন সিআইপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমাহ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ জাফর চৌধুরী, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজি সফিকুল ইসলাম, বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএই’র সভাপতি কামাল হোসেন সুমন, ব্যারিষ্টার আরফাত, মুহাম্মদ আকতার, জসিম উদ্দিন মল্লিক সিআইপি, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আজিম, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমাহ এর ক্রীড়া সম্পাদক জয়নুল হক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাস আল খাইমাহ বিভাগীয় সম্পাদক আলমগীর আলম, কমিউনিটি নেতা আবুল বাশার, সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যায়ন মহিন খোন্দকার।
এসময় উপস্থিত ছিলেন, মুহাম্মদ আকতার, ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মুজিব গনি, আয়োজক কমিটির সিনিয়র সহ সভাপতি মঈনুদ্দিন ফারুখ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন টিপু, আব্দুল জলিল সোহেল, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, মোহাম্মদ হেলাল, সালে আহাম্মেদ, নুরুল আলম, মুহাম্মদ ফারুক, বুবক্কর, মুবিন, নাসির উদ্দিন মুন্না, আবদুল মালেক, বাহাদুর, বক্কর, আবুল কাশেম, লোকমান, খোকোন, মিজান, রুবেল, নাছির, জাহাঙ্গীর, এমরান, মহিউদ্দিন, জয়নাল সহ আরও অনেক।
এদিন শুরুতে কোরআন তেলোয়াত ও দুদেশের জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
দিনের প্রথম ম্যাচে ট্রাইবেকারে শারজাহ ফুটবল ক্লাব বনাম রাশেদ নিয়াজ ফুটবল ক্লাব মাঠে নামে। ম্যাচে শারজাহ ফুটবল ক্লাব বিজয়ী হয়। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে গ্লাক্সি ক্লাব বনাম সাম ইলেভেন ক্লাব। ট্রাইবেকারে গ্লাক্সি ক্লাব বিজয়ী হয়
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.