|| ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
শাহরাস্তি প্রেসক্লাবের আজীবন সদস্য মেজর (অবঃ) রফিকের মনোনয়ন প্রাপ্তিতে প্রেসক্লাবের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন
প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৩
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে শাহরাস্তি প্রেসক্লাবের আজীবন সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের মনোনয়ন প্রাপ্তির খবরে মিলাদ মাহফিল করেছে শাহরাস্তি প্রেসক্লাব।
রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ।
প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, পৌর যুবলীগের সাবেক আহবায়ক শাহ এনামুল হক কমল।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুক চৌধুরী, কার্যকরি সদস্য ফয়েজ আহমেদ, সাংবাদিক হাসানুজ্জামান, হাসান আহমেদ বাবলু প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দফতর সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাংবাদিক রফিকুল ইসলাম পাটোয়ারী, জসিম উদ্দিন, আমিনুল ইসলাম, রাফিউ হাসান হামজা, রকি চন্দ্র সাহা, মাহমুদুল হাসান, আবু মুসা আল শিহাব, শাহ আলম, আহসান হাবিব, শেখ জুয়েল, জাহাঙ্গীর আলম প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.