|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, চসিক) আসনে নৌকার মাঝি এস এম আল মামুন
প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ্, পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ আঃলীগের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি আবুল কাশেম মাস্টারের পুত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টার সময় বাংলাদেশ আঃলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করেন। কে হচ্ছে চট্টগ্রাম-৪ আসনের নৌকার কান্ডারী, বেশ কিছুদিন চায়ের কাপে ঝড় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আলোচনা সমালোচনা চলে আসছিল। অবশ্যই দলীয়ভাবে ঘোষণার একদিন আগেই নেতাকর্মীদের মধ্যে আলহাজ্ব এস এম আল মামুন এবার চট্টগ্রাম-৪ আসনের নৌকার হাল ধরছেন এমন খবর এক প্রকার নিশ্চিত হয়ে যায়। এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪(সীতাকুণ্ড, আকবরশাহ্ ও পাহাড়তলী আংশিক)আসন থেকে আঃলীগের মনোনয়ন লাভের আশায় ফরম নিয়েছেন এগারো জন। তার মধ্যে আলোচনায় ছিলেন মাত্র চার জনের নাম। এদিকে আলহাজ্ব এস এম আল মামুনের নামটি নিশ্চিত হওয়ার সাথে সাথেই সীতাকুণ্ডে আঃলীগের নেতাকর্মীরা আনন্দে উল্ল্যাসে মেতে উঠেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.