|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিকাশ এজেন্ট থেকে লুট ৩ লক্ষ্য
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৩
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় হায়দার টেলিকম নামের এক দোকান মালিককে ঝগড়ার ফাঁদে ফেলে প্রায় ৩ লক্ষ টাকাসহ একটি ব্যাগ নিয়ে পালিয়ে গেছে সংঘবদ্ধ প্রতারক চক্রের একটি দল।
এ ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বাদীকে পরামর্শ দেন।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার নিজ মেহের কালীবাড়ী মেমোরিয়াল হাসপাতালের পাশে হায়দার টেলিকম সেন্টার এ এই ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, সকালে বাড়ী থেকে ৩ লক্ষ টাকার ব্যাগ নিয়ে দোকানে আসে দোকান মালিক হায়দার। তার ব্যবসা প্রতিষ্ঠান হইতে মামুন (২০) টাকা উত্তোলনের জন্য এসে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গালমন্দ সহ হুমকি প্রদান করে চলে যায়। ঘটনার পর মামুন ও তার বাবা খোকন মিজি এসে হায়দারের ব্যবসা প্রতিষ্ঠানে তাকে মারধর করতে থাকে। এতে করে হায়দারের ব্যবসা প্রতিষ্ঠানের টেবিলের গ্লাস সহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। মারামারি করার এক পর্যায়ে প্রতারক চক্রের সদস্যরা কৌশলে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে পরিস্থিতি ঠান্ডা হলে হায়দার টাকার ব্যাগ না পেয়ে কান্নায় ভেঙে পরে। এই সময় আশে পাশের লোকজন এসে তাকে শান্তনা দেয়।
সিসি টিভির ফুটেজে প্রতারক চক্রের ২ সদস্যকে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিষ্টানে আক্রমন করার বিষয়টি দেখা যায়।
এই ব্যাপারে কালীবাড়ি বাজারের ঘটনাস্থলের পার্শ্ববর্তী দোকানের একাধিক ব্যবসায়ীরা বলেন, আজ সকালে প্রতারক চক্রের সদস্যরা দোকান থেকে টাকার ব্যাগ নিয়ে চলে গেছে বলে আমরা জেনেছি। দিন দুপুরের এই রকম ঘটনা আসলে দুঃখ জনক। আমরা দোকানদার হায়দারকে আইনের আশ্রয় নিতে বলেছি।
এই ব্যাপারে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক নূর আনোয়ার বলেন, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দোকানদারকে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখবো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.