|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
বাগাতিপাড়ায় দৈনিক বাংলাদেশ বুলেটিন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৩
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া প্রতিনিধির যৌথ আয়োজনে গণমানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রোজ’র সভাপতিত্বে ও সাধরাণ সম্পাদক খাদেমুল ইসলাম’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
লালপুর প্রতিনিধি ইউসুফ আলী ও বাগাতিপাড়া প্রতিনিধি হাসান আলী সোহেল’র স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি ছিলেন, সাপ্তাহিক পদ্মাপ্রবাহ পত্রিকার সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রেসক্লাবের উপদেষ্টা আরশাদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব'র সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু, সদস্য মুক্তার হোসেন, কামরুল ইসলাম, নাসিমুল নাহিদ, হাসিবুর রহমান ও এশিয়ান টিভির প্রতিনিধি ওমর ফারুক খান,আজকালের সংবাদ রেজাউল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে “সম্মাননা স্মারক” ক্রেস্ট বিতরণ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.