|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
নেত্রকোণা -২, সদর – বারহাট্টায় কে হচ্ছেন নৌকার মাঝি
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৩
নেত্রকোণা -২, সদর-বারহাট্রা আসনে ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি। এ নিয়ে সর্বত্রই ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে।
জেলার ৫টি আসনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সদর কেন্দ্রিক এ আসনে প্রায় দেড় ডজন প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
জানা গেছে, ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন ফরম দাখিলকারী প্রার্থীদের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন নেত্রকোণা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, সাবেক সাধারণ সম্পাদক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা আ’লীগের সহ-সভাপতি ৩ বারের পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আ’লীগের সম্মানিত সদস্য সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আ’লীগের সহ-সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি লে. কর্নেল (অবঃ) আবদূন নুর খান, জেলা আ’লীগের সম্মানিত সদস্য সাবেক ছাত্রনেতা শাহ মোস্তফা আলমগীর, কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান প্রমুখ।
আওয়ামীলীগের নবীণ এবং প্রবীণ প্রার্থীদের মধ্যে থেকে সদর কেন্দ্রিক এ আসনে কে পাচ্ছেন নৌকার মনোনয়ন এ নিয়ে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা চলছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.