|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
আরএমপি’র পুলিশ কমিশনার কর্তৃক পুরস্কৃত হলেন শ্রেষ্ঠ ওসি বোয়ালিয়ার সোহরাওয়ার্দী
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৩
রাজশাহীর আরএমপি'র মাননীয় পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী।
তৃতীয়বারের মতো আরএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী। আজ ২৫ নভেম্বর সকাল ১০:০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে, আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার।
কল্যাণ সভায় উপস্থিত সদস্যগণ তাদের সমস্যাবলী পুলিশ কমিশনারের নিকট উত্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং বাস্তবায়নে নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ কমিশনার পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
জানা গেছে, আরএমপি বোয়ালিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ হিসাবে মো: সোহরাওয়ার্দী যোগদানের পর থেকে থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এমন ভালোকাজ তার জুলাই মাসেও অব্যহত ছিলো বোয়ালিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দীর। সেই পরিশ্রম আরো গতিশীল করতে কমিশনার সম্মাননা পুরস্কার তুলে দেন বোয়ালিয়ার ওসি সোহরাওয়ার্দীকে । মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নিকট হতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক গ্রহণ করেন। বোয়ালিয়া মডেল থানার পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফগণ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.