|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৩
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন- মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সহ-সভাপতি মুক্তি চক্রবর্তী, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মালাদেব প্রমূখ।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন- লিগ্যাল এইড সম্পাদক ঝুমা ঘোষ।
সংবাদ সম্মেলনে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি সংহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করার আহ্বান জানান বক্তারা ।
উল্লেখ্য, ২৫ শে নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ মহিলা পরিষদ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.