|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে বিদ্যুৎতের খুঁটির সঙ্গে সেন্টমার্টিন পরিবহনের ধাক্কা লেগে নিহত -১
প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারোআউলিয়া শেয়ারীপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎতের খুঁটির সাথে ধাক্কা লেগে একজন নিহত সহ এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছে। শুক্রবার(২৪ নভেম্বর) সকাল ৬টার সময় উপজেলার বারোআউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রামমুখী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুৎতের খুঁটির সাথে ধাক্কা লেগে গাড়ীর সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এসময় গাড়িতে থাকা এক যাত্রী নিহত সহ আরও পাঁচজন আহত হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহতদের গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত যাত্রী হলেন, ঢাকা ডেমরার পূর্ব বসনগর এলাকার সেকান্দর আলীর পুত্র মোঃ ইসমাইল (৩১)। বিষয়টি নিশ্চিত করে বারোআউলিয়া হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই শাহ আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.