|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি প্রেসক্লাবের উদ্যোগে সপ্নপুরীতে শুভেচ্ছা ভ্রমণ
প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৩
জয়পুরহাট জেলার পাঁচবিবি প্রেসক্লাবের উদ্যোগে ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দিনাজপুর,এর আমন্ত্রনে পাঁচবিবি টু স্বপ্নপুরী, দিনব্যাপী শুভেচ্ছা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ নভেম্বর এ ভ্রমণ অনুষ্ঠিত হয়। উক্ত আনন্দ ভ্রমণে পাঁচবিবি প্রেসক্লাবের প্রায় সকল সদস্য ও পাঁচবিবির কর্তব্যরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।
আজ বৃহস্পতিবার সকালের দিকে পাঁচবিবি থেকে স্বপ্নপুরি উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে স্বপ্নপুরির উদ্দেশ্যে ছেড়ে যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ভ্রমণকারীদের নিয়ে মোটরসাইকেল যোগে ইউ এন ও নবাব গঞ্জ এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত শেষে আপ্যায়ন উত্তর স্বপ্নপুরিতে পৌঁছে।উদ্যোক্তা ও ব্যাবস্থাপনায় ছিলেন সিঃসাংবাদিক আবু হাসান।
প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আজাদ আলী নেতৃত্বে এ আনন্দ ভ্রমণ উদযাপন করা হয়। অন্যান্যদের মধ্যে সফরসঙ্গি ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সজল কুমার দাস, সহ-সভাপতি দৈনিক করতোয়ার বাবু দুলাল অধিকারি, দৈনিক ভোরের আলো মোঃ সাখাওয়াত হোসেন,দৈনিক সাতমাথার মোঃ আবু হাসান, দৈনিক জবাবদিহি মোঃ দবিরুল ইসলাম, দৈনিক সময়ের আলো মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক জনমত মোঃ বাবুল হোসেন,দৈনিক খবরপত্র মোঃ আব্দুল কাইয়ুম, সাংবাদিক সুলতান মাহমুদ, মোঃ নজরুল ইসলাম,পিডি জাহাঙ্গীর আলম সহ , প্রেসক্লাব ও নেতৃবৃন্দ। প্রেসক্লাবে আয়োজিত শুভেচ্ছা ভ্রমণটি চিরস্মরণীয় হয়ে থাকবে। কেননা পাঁচবিবি প্রেসক্লাবের উদ্যোগে এটি দ্বিতীয় বড় আয়োজন ছিল। আমরা আগামীদিনেও এ ধরণের প্রোগ্রাম উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভ্রমণে অংশ নেয়ায় সকল সাংবাদিক ও প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ এবং যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.