|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
চাঁদপুর -কুমিল্লা মহাসড়কে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৩
চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বাঁনিয়াচো এলাকায় ৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
এসআই (নিঃ)/মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ২১/১১/২০২৩ তারিখ সকাল ০৭:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তির বানিয়াচোঁ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে বানিয়াচোঁ সরকারী যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ঐ সময় তার হেফাজত হতে ০৫(পাঁচ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ ইমাম হোসেন (১৮), পিতা-সুন্দর আলী, মাতা-রাশেদা বেগম, -গোলগাঁও, থানা-কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উল্লেখিত আসামী দীর্ঘদিন যাবত প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করিয়া যুব সামাজকে ধ্বংসের দিকে নিয়া যাইতেছে। আসামী জব্দকৃত গাঁজা (মাদকদ্রব্য) বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালীন গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-১০, তারিখ-২১/১১/২০২৩ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ) রুজু করা হইয়াছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.