|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
স্কুলে যাওয়া হলোনা বিপাশার- অটোর থাবায় কেরে নিলো প্রাণ
প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৩
চাঁদপুরের মতলব উত্তরে বিদ্যালয়ে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী। সে সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের বাবুল খলিফার মেয়ে বিপাশা (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ২২ নভেম্বর সকালে ৯ টার দিকে বিপাশা অন্যান্য দিনের মতো অটোরিকশা যোগে বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের কাছাকাছি এলাকায় এসে অটোরিশকা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় টরকি থেকে সাহেব বাজারগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রন হারিয়ে ফেলে বিপাকে ধাক্কা দেয়। এতে বিপাশা পরে গিয়ে মারাত্মক জখম হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। পতিমধ্যে কুমিল্লার দাউদকান্দি এলাকায় এলে তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর খবরে পেয়ে পরিবারে শোকের মাতম বইছে। স্বজনদের মাঝেও আহাজারি। বিদয়ালয়ের শিক্ষক শিক্ষার্থী,সহপাঠীসহ এলাকাবাসী আবেগ প্রবণ হয়ে পরেছে এবং ঘাতককে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবুল খলিফার ১ ছেলে নবম শ্রেণিতে পড়ে ও ১ মেয়ে বিপাশা ৬ষ্ঠ শ্রেনিতে পড়ে । তার একমাত্র মেয়ে বিপাশার মৃত্যুর খবর পেয়ে প্রবাস থেকে (রাত-টায় বাংলাদেশে) চলে আসবে। সে এলে তার মেয়ের জানাযার নামাজ আদায় করে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক বলেন, নিহত বিপাশার অভিভাবকদের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই দাফন করা হচ্ছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.