|| ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
সাভারে বাসে আগুন
প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৩
সাভারের আশুলিয়া থানা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে আশুলিয়ায় বরুইপাড়ায় সাভার পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগার তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিভিয়ে ফেলে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.