|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নূর মোহাম্মদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ
প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নূর মোহাম্মদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) বিকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের কাছ থেকে নূর মোহাম্মদের পক্ষে নির্বাচন কমিশনের মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহকালে এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিটলার, সাবেক সহসভাপতি ও নিলাখিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, সাবেক সদস্য নজরুল ইসলাম, সাবেক সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সদস্য শহীদুজ্জামান শহীদ, আওয়ামী লীগ নেতা লাভলু মন্ডল, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব, ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া, ছাত্রলীগ নেতা শোয়েব আল হাসান সজল, কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.