|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে বাল্য বিবাহ নিরোধ আইন ও বিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে বাল্য বিবাহ নিরোধ আইন (২০১৭) ও বিধি (২০১৮) বাস্তবায়ন ও উপজেলা পর্যায়ে বাল্য বিবাহ নিরোধ কমিটির কার্যক্রম বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ( ইউএনএফপিএ) এর সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বাল্য বিবাহ নিরোধ আইন ও বিধি নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার, বকশীগঞ্জ উলফান্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বকশীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের কমিউনিটি মবিলাইজার জিএম ফাতিউল হাফিজ বাবু, নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি নুরুল ইসলাম চাঁন, ব্র্যাকের আইন সহায়তা কর্মসূচির ব্যবস্থাপক দেলোয়ার হোসেন।
কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , জেন্ডার প্রমোটর, এনজিও প্রতিনিধি, নিকাহ রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
বাল্য বিবাহ প্রতিরোধে বক্তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন এবং বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ ও বিধি-২০১৮ সম্পর্কে অবগত করা হয়। এই আইনটি সাধারণ মানুষকে জানানো সহ বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.