|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
জয়পুরহাট-১আসনের এমপি সামছুল আলম দুদুর দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দান
প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৩
আগামী ৭ই জানুয়ারি-২০২৪ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-পাঁচবিবি -১আসনে আবারো আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করলেন জয়পুরহাট-১আসনের এমপি আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু। গত রবিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরমটি ক্রয় করেন,ও সোমবার তা জমা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ নির্ভীক গরিব-দুঃখী ও মেহনতী মানুষের এই বন্ধু এলাকায় স্কুল-কলেজ মাদ্রাসা, রাস্তাঘাট, বিদ্যুৎ, ব্রিজ, কালভার্ট সহ ব্যাপক উন্নয়ন করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি এমপি হওয়ার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও জয়পুরহাট- জেলা আওমীলীগের সাবেক সভাপতি ও পরপর ২বার নির্বাচিত এই এমপির তৃতীয় এবং শেষবারের মতো এই নির্বাচনের প্রার্থী হওয়া। এরপর আর তিনি নির্বাচন করবেন না বলে এলাকায় বিভিন্ন জনসভায় ঘোষণা দিয়েছেন। দল ও মানুষের উপকার করতে গিয়ে তিনি জয়পুরহাটে তার একমাত্র বাড়িটিও বিক্রি করে দিয়েছেন। থাকেন পাঁচবিবি দানেজপুর মহল্লার ভাইয়ের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে। করণাকালীন সময়ে তিনি তার এমপি হিসেবে পাওয়া সরকারি গাড়িটিও বিক্রি করে অসহায় মানুষকে সাহায্য করেছেন।তিনি জানিয়েছেন,তার জনপ্রিয়তা থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো দল থেকে তাকে (নৌকা প্রতীক) মনোনয়ন দেবেন এবং সংসদ সদস্য হিসেবে আবারো জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী।
সোমবার দুপুরে ঢাকার কেন্দ্রিয় দলীয় কার্যালয়ে তার মনোনয়ন পত্রটি জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জিহাদ মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক শেখ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী ইস্তিসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.