|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
হরতালের সমর্থনে জাবি ছাত্রদলের মিছিল
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৩
নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ সভাপতি নবীনূর ইসলাম নবীন এবং মনিরুজ্জামান সাগরের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল এবং অবস্থান করেন নেতাকর্মীরা।
২০নভেম্বর, সোমবার বিকাল নেতৃত্বে জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়কের হরতালের মিছিল করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ সভাপতি নবীনূর ইসলাম নবীন। মিছিলে বিএনপি ছাড়াও সহ অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ সভাপতি নবীনূর ইসলাম নবীন বলেন, এই সরকারে অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এ সময় সাধারণ মানুষের প্রতি হরতাল পালনের আহ্বান জানান তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন অবিভক্ত ঢাকা জেলার সাবেক সদস্য রফিকুল ইসলাম নোমান,সাইদুল ভুইয়া জুয়েল, আল মমিন আকন, রবিন ইমতিয়াজ নওয়াব সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.