|| ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পূবাইলে চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৩
গাজীপুর মহানগরীর পূবাইলে তালটিয়ায় চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর ৪২ নং ওয়ার্ডের তালটিয়া এলাকায় ঢাকা বাইপাস রাস্থায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত ১১টার দিকে কিশোরগঞ্জ থেকে আনোয়ার সিমেন্টের একটি খালি ট্রাক চিটাগাং রোডের দিকে যাচ্ছিল। ট্রাকটি মিরের বাজার তালটিয়া এলাকায় পৌঁছালে ১০-১২ জন যুবক গতিরোধ করে এতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকের চালক-হেলপার আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
এ বিষয়ে জানতে চাইলে পূবাইল থানার ওসি কামরুজ্জামান বলেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.