|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ ৬১ বোতল ফেন্সিডিল সহ খাইরুল ও আকরাম নামে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৩
নওগাঁর পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর সদস্যরা। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক।এরআগে রোববার রাতে উপজেলার দাসনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৬১ বোতল ফেনসিডিল এবং জব্দ করা হয় নগদ টাকা।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার দাসনগর দিঘীপাড়া গ্রামের আলিম উদ্দিন সরদারের ছেলে মো. খায়রুল ইসলাম (৫০) ও মহাদেবপুর উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুর রহমানের মো. ওয়াসিম আকরাম (৩০)।কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাসনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খায়রুল ও তার সহযোগী ওয়াসিমতে আটকের পর তাঁদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রয়ের ৯ হাজার টাকাও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া খায়রুল ও তার সহযোগী ওয়াসিম চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী খায়রুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ওয়াসিম এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলার পত্নীতলা থানায় একটি মামলা হয়েছে বলেও র্যাবের এই কর্মকর্তা জানান
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.