|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁর মহাদেবপুরে মন্দির, মসজিদ, মাদ্রাসায় ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৩
নওগাঁর মহাদেবপুরে ১০৫টি মন্দির, মসজিদ, মাদ্রাসা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে ২০৮ বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় লক্ষ ২৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে। দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্ত দু:স্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিমের নামে এসব বরাদ্দ করে। প্রতি বান্ডিল ঢেউটিনের সাথে মেরামত খরচ বাবদ তিন হাজার টাকা করে বরাদ্দ করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে এসব বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারি প্রকৌশলী হাফিজুল হক, সহকারি মোসলেম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.