|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
জয়পু্রহাটে ৪২ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৩
জয়পু্রহাটের্যাবেরঅভিযানে৪২পিসইয়াবাসহ৩জনমাদকব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩,জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল গত রবিবার বিকেলে জয়পুরহাট সদর থানারপাইকরদাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী শ্রী শ্যামল চন্দ্র মহন্ত(৫২),পিতা-মৃতরাজেন্দ্রনাথমোহন্ত,সাং-পাইকরদাড়িয়া, ইমরান হোসেন (৩০), পিতা-মৃত- আবুল হোসেন, সাং-মহুরুল ও নাঈম হোসেন (২৩), পিতা-মোঃ ফারুক হোসেন, সাং-মুহুরুল,সকলের থানা ও জেলা-জয়পুরহাটকে ৪২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।গ্রেফতারকৃত আসামী শ্যামল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকসংগ্রহ করে ইমরান ও নাইম এর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।এব্যাপারে জয়পু্রহাট সদর থানায় গ্রেফতারকৃত আসামীদের সোপর্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.