|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে সমুদ্র উপকূলীয় এলাকা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করলেন নৌপুলিশ
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। রবিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের সমুদ্র উপকূলে স্থানীয়রা একটি লাশ সমুদ্রে ভাসতে দেখে নৌপুলিশ কে খবর দেয়। খবর পেয়ে কুমিরা নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে গাউছিয়া কমিটির সহযোগীতায় লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌপুলিশের ওসি মোহাম্মদ নাছির উদ্দিন জানান, কুমিরা সমুদ্র উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে একটি লাশ ভাসছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে গাউসিয়া কমিটির সহযোগীতায় কিশোরের লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে তার বাড়ী কুমিল্লা নাঙ্গলকোটের বাসিন্দা বলে জানতে পেরেছি। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তবে উদ্ধারকৃত কিশোরের বয়স আনুমানিক ১৮ হবে। লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.