|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ডাসকো ফাউন্ডেশন যুক্ত প্রকল্পের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৩
জয়পুরহাটের পাঁচবিবিতে জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করনে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায় উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সাথে দ্বি-মাসিক সভা-২০২৩ আজ ১৯ নভেম্বর রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ্ বাংলাদেশের সহযোগিতায় সভায় সভা প্রধান ছিলেন সুজান্না ডি ক্রুশ। সহ-সভা প্রধান ছিলেন সিএসও সদস্য কোহিনুর বেগম। সভা পরিচালনা করেন সিএসও সদস্য সাখাওয়াত হোসেন। এ মাসিক সভায় উপজেলার প্রায় ৩০ জন সিএসও সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা এবারে উন্মুক্ত আলোচনায় সামাজিক সুবিধা পাইয়ে দিতে সহযোগিতা,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয় ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ফিল্ড ফ্যাসিলেটর পলাশ চন্দ্র ও রোকসানা খাতুন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.