|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁ কংক্রিটের খুঁটির ব্যবসায়ী মামুনের মৃতদেহ উদ্ধার অতঃপর ড্রাইভার ও হেলপার আটক
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৩
নওগাঁর মহাদেবপুরে এক ব্যবসায়ীকে মাথায় হাতুড় দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
ওই সময় ব্যবসায়ীর প্রায় এক লাখ ২০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকচালক মামুন ও চালকের সহযোগী হেলপার সজীবকে আটক করেছে। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া বাজার এলাকার খোদ্দনারায়নপুর নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের কাছে ফয়েজ উদ্দিন আলু কোলেস্টোরেজের হিমাগারের দক্ষিণ-পশ্চিম পাশের জঙ্গল থেকে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ী মামুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাণ হারানো ৩২ বছর বয়সী মামুন জবারমোড় এলাকার বাসিন্দা। তিনি কংক্রিটের খুঁটির ব্যবসা করতেন।আটক দুইজন হলেন একই গ্রামের ট্রাকচালক সুমন হোসেন ও চালকের সহযোগী সজিব হোসেন।মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন ‘ঘটনার পর পুলিশ জিজ্ঞাসা বাদের জন্য সুমন ও সজিবকে আটক করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী হিমাগারের পাশে জঙ্গলের মধ্যে প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করা হয়।’আটক দুইজনের বরাত দিয়ে তিনি জানান শনিবার রাজশাহীতে এক ব্যবসায়ীর কাছে ট্রাকে করে কংক্রিটের খুঁটি (সিমেন্টের খুঁটি) বিক্রি করতে গিয়েছিলেন মামুন। খুঁটি বিক্রি করে এক লাখ ১৫ হাজার টাকাসহ আবারও ওই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে রাতের প্রায় ৯-১০ টাকা সময় মামুনকে মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন ট্রাকচালক ও তার সহযোগী হেলপার। পরে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফয়েজ উদ্দিন হিমাগারের পাশে মরদেহ ফেলে রাখেন তারা।‘মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.