|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জয়পুরহাটে নাশকতা মামলার আসামী মাসুদ রানা গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৩
জয়পুরহাটে পিকআপ জ্বালিয়ে দেয়া নাশকতা মামলার ২ ঘণ্টার মধ্যেই আসামী মাসুদ রানাকে গ্রেফতার করলো র্যাব।জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পে সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩,জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি চৌকস অপারেশনাল দল আজ ১৯ নভেম্বর রবিবার রাত ১টা ৫৫ মিনিটে নাশকতা মামলার আসামী মোঃ মাসুদ রানা (৪৫), পিতা-মৃত রেজাউল করিম, সাং-পূর্ব রুকন্দিপুর, থানা ও জেলা-জয়পুরহাটকে জামালপুর পূর্ববাজার এলাকা হতে গ্রেফতার করে। র্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,দেশব্যাপী চলমান অবরোধের অংশ হিসেবে গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে চকদাদরা ফকিরপাড়া গ্রামস্থ খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বে সড়কে ৮/১০ জন দুর্বৃত্তরা বগুড়া-নম্বর- ১১-১২৬৫ পিকআপটি পথরোধ করে ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দেয়। এ সংবাদ পেয়ে তাৎক্ষণিক র্যাব এর টহল দল ঘটনাস্থালে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়,বগুড়া থেকে পিকআপটি জয়পুরহাটের দিকে আসছিল। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি নাশকতার মামলা হলে ২ ঘণ্টার মধ্যেই আসামীকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করতে সক্ষম হয় র্যাব।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.