|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
চাঁদপুর-৫ আসনের আ.লীগের মনোনয়ন ফরম নিলেন গাজী মাঈনুদ্দিন
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের চাঁদপুর-৫ সংসদীয় আসন (হাজীগঞ্জ ও শাহারাস্তী) বাংলাদেশ আওয়ামীলীগের
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামীলীগের তিন তিন বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন।
রবিবার (১৯ নভেম্বর) দুপুর বেলা ১,৩০ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চট্টগ্রাম ডিভিশন বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গাজী মাঈনুদ্দিন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি,শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজামান মিন্টু, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম বিটু, ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকতার হোসেন মিকন, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মজুমদার,৫ নং সদর সভাপতি শফিকুর ইসলাম মীর,
আওয়ামীলীগ নেতা ওমর ফারুক পাটওয়ারী, ১নং রাজারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রফিক পাটওয়ারী,৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের আওয়ামীলীগ নেতা হাজী সিদ্দিকুর রহমান, ১০ নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মীর হোসেনসহ চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.