|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
চাঁদপুর-২ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৩
চাঁদপুর-২ ( মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপি।রবিবার (১৯ নভেম্বর) বিকাল ৩ টায় বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া চাঁদপুর – আসনের মনোনয়ন পত্রটি আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুলের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মতলব পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন সরকারখাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন, সাধারণ সম্পাদক নজরুল ঢালী,নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া তালুকদার, আওয়ামী লীগ নেতা মাসুদ পাটোয়ারী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক উত্তম ঘোষ,আল ইমরান চৌধুরী, গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিযুগ্ম আহবায়ক শ্যামল চন্দ্র দাস, কৃষক লীগ নেতা গোলাম হায়দার মোল্লা, আওয়ামী লীগ নেতা সিরাজ প্রধান, হাম্নান কবিরাজ,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদ,মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না , জেলা ছাত্রলীগের সদস্য আবু সুফিয়ান, মতলব পৌর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আসলাম খান পারভেজ,
এছাড়া চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার,ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ, গজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহীদুল্লাহ্ মাস্টার, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকল লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং দলীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মনোনয়ন পত্র সংগ্রহ আগে এবং পরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.