|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
কুয়েত ফেনী সকার ক্লাবের সিনিয়র সহ সভাপতি নাসির উদ্দীন’র পুত্র ফয়সালকে বিদায় সংবর্ধনা প্রদান
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৩
কুয়েত ফেনী সকার ক্লাবের সিনিয়র সহ - সভাপতি নাসির উদ্দিন'র পুত্র ফেনী সকার ক্লাবের স্ট্রাইকার ফয়সাল নাসির উদ্দিন'র উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমণ উপলক্ষে কুয়েত খাইতেন রাজধানী প্যালেস ,হোটেলে এক বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাশেদ মোশাররফ পাঠান বিশিষ্ট ব্যাবসায়ী ও প্রধান পৃষ্ঠপোষক , ফেনী সকার ক্লাব , বিশেষ অতিথি হুমায়ুন কবির আলী , প্রধান উপদেষ্টা ফেনী সকার ক্লাব , কুয়েত বিশেষ অতিথি আবদুল হাই ভূঁইয়া , সভাপতি বাংলাদেশ ফ্যামিলি ফোরাম কুয়েত বিশেষ অতিথি তৌহিদুল আলম , উপদেষ্টা বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন , কুয়েত বিশেষ অতিথি মোহাম্মদ তারেক , ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত,রুহুল আমীন সাধারণ সম্পাদক বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত,
বিশেষ অতিথি প্রকৌশলী ফরিদ উদ্দিন , উপদেষ্টা বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত, বিশেষ অতিথি কোরবান আলী , সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন , বিশেষ অতিথি বিমল কান্তি , উপদেষ্টা বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন , সোহেল রানা , সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন ,
অতিথি মোরশেদ আলম ভূঁইয়া , উপদেষ্টা বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন , কুয়েত, অতিথি সফি উল্লাহ , প্রধান সভাপতি মেঘনা সমাজকল্যাণ পরিষদ কুয়েত, সভাপতিত্ব করেন, মমিন আল করিম , সভাপতি ফেনী সকার ক্লাব কুয়েত, সঞ্চালনায় ছিলেন,সাজ্জাদ মিয়াজি
সম্পাদক ফেনী সকার ক্লাব কুয়েত।পরে বিদায়ী খেলোয়াড় স্ট্রাইকার ফয়সাল নাসিরকে অতিথিরা ক্লাব ও ফ্যামেলি ফোরামের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। শেষে স্হানীয় প্রবাসী শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.