|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
আত্রাইয়ে থানাপুলিশে’র অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার – ২
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৩
নওগাঁর আত্রাইয়ে থানাপুলিশ অভিযানে এক কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার খোর্দ্দ বোয়ালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওমর ফারুক ওরফে শাহাবদ্দিন ওরফে শাবু (৩১) উপজেলার খোর্দ্দ বোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং অপরজন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার হালতি গ্রামের আবুল কাশেমের ছেলে ওয়াজেদ আলী ওরফে ফলেন (৫০)। রাতেই তাদের বিরুদ্ধে মামলা রুজু করে গতকাল রোববার আদালতে সোর্পদ করা হয়েছে।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, শনিবার রাত আনুমানিক সোয়া আটটায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাদক বিক্রির জন্য দুইজন গাঁজা নিয়ে আসছে। এমন সংবাদে খোর্দ্দ বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামে একটি বাগানের পার্শ্ব থেকে ফলেন ও শাবুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের নিকট থেকে মোট এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে গতকাল রোববার আদালতে সোর্পদ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.