|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির রাস্তায় বৃক্ষ রোপন
প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৩
জয়পুরহাটের পাঁচবিবির স্বেচ্ছাসেবী সংগঠন ”নওয়ানা ক্রিকেট ক্লাবের” উদ্যোগে রাস্তার পাশে বৃক্ষ রোপন করা হয়। উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের লালব্রীজ হতে মহিরের মোড় পর্যন্ত রাস্তায় দুই’শতাধিক বিভিন্ন গাছের চারা রোপনের শুভ উদ্বোধন স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন।
ক্লাবের নিজস্ব অর্থায়নে এসময় ফলদ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। বৃক্ষ রোপন কার্যক্রমে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ রুহুল আমিন, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ মামুন, কৃষিবিদ ইউসুফ আলী, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ফজলে রাব্বি, বিজিবি সদস্য শামীম ওসমান, ক্লাবের সভাপতি জামিল হোসেন কুসুম ও সাঃ সম্পাদক সামিউল ইসলাম রাসেল সহ সকল সদস্যরা।
ক্লাবের সম্পাদক রাসেল বলেন, এলাকার অনেক বড় ভাইয়েরা বিভিন্ন পেশায় কর্মরত। তাদের সার্বিক সহায়তায় ক্লাবের সকল সদস্যরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্য্য বর্ধন ও ফল-ফুল বৃদ্ধির লক্ষে প্রতিবছর মানব কল্যাণে সামাজিক এমন কর্মকান্ড আমরা পরিচালনা করে আসেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.