|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে ৬ শতাধিক চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান
প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় রাহিমা খাতুন জেনারেল হসপিটালে শনিবার (১৮ই নভেম্বর) বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আফতাব উদ্দিন রাজাপুরী সাহেবের উদ্বোধনের মধ্য দিয়ে প্রায় ৬ শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হয়। হতদরিদ্র ৭০ রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়।
বাছাইকৃত রোগীদের আগামী ১৬-০১-২০২৪ইং তারিখে ময়মনসিংহের ধোপাখলা ডা.কে জামান চক্ষু হসপিটালে নিয়ে বিনামূল্যে অপারেশন করিয়ে দেওয়া হবে। এছাড়াও প্রায় ২০০ জনকে চশমা ও ১০০ জনকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।
ডা. কে জামান চক্ষু হসপিটালের সহযোগিতায় সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জুনাইদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ্ব ওয়ালী উল্লাহ, কোষাধ্য মাওলানা আব্দুছ ছাত্তার সাহেবসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.