|| ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
পূবাইলে লতা হারবালের চেয়ারম্যানকে বিশেষ সংবর্ধনা
প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৩
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ৪০নম্বর ওয়ার্ডের শিল্পপতি লতা হারবাল বিডির চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিমকে কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিত সদস্যরা বিশেষ সংবর্ধনা জানিয়েছে। এসময় লতা হারবালের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম সকলের সঙ্গে মতবিনিময় করেন।
শুক্রবার দুপুরে লতা হারবালের নিজ কার্যালয়ে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।
লতা হারবালের চেয়ারম্যান ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অন্যকে ঠকানো ও মাপে কম দেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। এসব অন্যায় কাজকে তিনি ফ্যাসাদ বা বিপর্যয়ের সঙ্গে তুলনা করেন। তিনি তাদের এ কথা বোঝাতে চেষ্টা করেন যে সততার সঙ্গে ব্যবসা করা ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব। এ দায়িত্বে অবহেলা করলে ইহকালেই এর পরিণতি ভোগ করতে হবে। ব্যবসায় অসততা এমনই এক পাপ। এ ধরনের পাপের ব্যাপারে ইসলামের বক্তব্য হলো, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষমা না করলে আল্লাহ তাআলাও পাপাচারীকে ক্ষমা করবেন না।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগরের আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব, লতা হারবাল কোম্পানির ম্যানেজার মিজানুর রহমান, কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি শামীম খান, কলের বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানসহ অনেকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.